বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

নববর্ষের ইতিহাস

মোঘল সম্রাট আকবর হলেন বাংলা সনের প্রবর্তক।ট্যাক্স গ্রহন করার দিন গুনার সুবিধার্তে মুঘল রাজা আকবর ১৬০০ সালের দিকে বাংলা সনের প্রবর্তন ঘটান।ইতিহাসবিদদের মতে, বাংলা সন চালু হয়েছিলো সম্রাট ক্ষমতা গ্রহণের ২৯ বছর পর এব  রাজা শশাঙ্কের আমলের সময় ১৪ এপ্রিল ৫৯৪ সালের দিনটিকে প্রথম দিন ধরে বাংলা সন প্রবর্তন করা হয়। বাংলা সন আসলে কৃষকদের সন। কৃষকরা এই সনের বিভিন্ন মাসকে ধরে নিয়ে ফসলের বীজ বুনতো এবং ফসল কাটতো। যেহেতু শুরুতে বাংলা সন গণনা করা হতো চাঁদ ধরে,তাই সম্রাট আকবর দেখলেন খাজনা দিতে গিয়ে মাস ঠিক থাকলেও প্রতি বছর কৃষকরা পিছিয়ে পড়ছেন বেশ কিছুদিন তাই তিনি বাংলা সন ১ম ৫টা মাস ৩১ দিনে আর বাকীগুলো ৩০ দিনে। লিপইয়ার হলে ফাল্গুন মাস ১ দিন বেড়ে যায়।
শুভ নববষ্‌‌ ১৪১৮


1 টি মন্তব্য:

  1. আপনি আরো কয়েকটি পোস্ট দিয়ে আপনার সাইটটীকে আরো শক্তিশালি করুন, তাহলে আপনার সাইটটি এখানে আসবে।
    http://banglasitecollectionwithreview.blogspot.com/

    উত্তরমুছুন